আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কলকাতা নাইট রাইডার্স-র বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস
শারজা, ১৩ অক্টোবর (হি.স) : আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বুধবার কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে
আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কলকাতা নাইট রাইডার্স-র বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস


শারজা, ১৩ অক্টোবর (হি.স) : আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বুধবার কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকায় ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাবে ঋষভ পন্থের দল। আজ কলকাতার বিরুদ্ধে খেলতে নামবে তারা। অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

দিল্লি তাঁদের আগের ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও হেরে গিয়েছে। ওপেনিংয়ে পৃথ্বী শ ফর্মে ফিরেছেন। মিডল অর্ডারে অধিনায়ক ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার ও শিমরন হেটমায়ের ৩ জনই মূল ভরসা দলের ব্যাটিং লাইন আপে। কলকাতার বিরুদ্ধে শ্রেয়স রানে ফিরলে চাপ বাড়বে মর্গ্যানদের। বোলিং ডিপার্টমেন্ট এই বছর দিল্লির অন্যতম সেরা। কারণ আবেশ খান, কাগিসো রাবাদা ও আনরিচ নোখিয়া ৩ পেসারই বিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রেখেছে। এছাড়া স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। নাইট শিবিরে রাসেল বুধবার প্রথম একাদশে ফেরেন কিনা তা দেখার। শাকিব আগের ম্যাচেও খেলেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আজকের ম্যাচে রাসেলকে পাওয়া যায় কিনা তা দেখার। এমনিতে এই ম্যাচে দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপের লড়াই কলকাতার ২ স্পিন মায়েস্ত্রো সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। ২ জনের ৮ ওভার কীভাবে সামলাতে পারেন দিল্লির ব্যাটসম্যানরা সেদিকেি নজর থাকবে সবার। এছাড়া পাস বিভাগে লকি ফার্গুসনের গতি প্লাস পয়েন্ট নাইটদের কাছে।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande