আজ মলদ্বীপকে হারাতেই হবে ভারতকে
নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স) : সাফ চ্যাম্পিয়নশিপে এখনও অপরাজিত ভারত। কিন্তু খুব ভাল খেলতে পারছেন না
আজ মলদ্বীপকে হারাতেই হবে ভারতকে


নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স) : সাফ চ্যাম্পিয়নশিপে এখনও অপরাজিত ভারত। কিন্তু খুব ভাল খেলতে পারছেন না সুনীল ছেত্রীরা। আজ বুধবার তাঁরা রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছেন আয়োজক দেশ মলদ্বীপের। যে ম্যাচে জিততেই হবে ভারতকে। না হলে প্রতিযোগিতা থেকে নিশ্চিত ভাবে ছিটকে যাবে ইগর স্তিমাচের দল।

প্রতিযোগিতায় সাত বারের চ্যাম্পিয়ন ভারত। সবচেয়ে খারাপ ফল হয়েছিল ২০০৩ সালে। সে বার ভারত তৃতীয় স্থান পায়। এ বার কিন্তু পাঁচটির মধ্যে চার দলই ১৬ অক্টোবর ফাইনালে খেলার দাবিদার। দু’টি ড্র ও একটি জয়ের সুবাদে ভারতের সংগ্রহ পাঁচ পয়েন্ট। সেখানে তিন ম্যাচে মলদ্বীপের পয়েন্ট ছয়। একই পয়েন্ট নেপালেরও। যারা বুধবার চার ম্যাচে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।

এ বারের সাফ চ্যাম্পিয়নশিপে মলদ্বীপের ভরসা যেমন আশফাক, ভারতও যথারীতি তাকিয়ে থাকবে দেশের সেরা স্ট্রাইকার সুনীলের দিকে। অবশ্য তাঁর উপস্থিতিতেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে ভারত। পাশাপাশি নেপালের বিরুদ্ধে তাঁর গোলেই জয় পায় স্তিমাচের দল। একইসঙ্গে সুনীল স্পর্শ করেন ফুটবল সম্রাট পেলের দেশের জার্সিতে মোট গোলের নজির।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande