জামিন পেলেন না আরিয়ান ও মুনমুনরা, ২০ অক্টোবর অবধি রায়দান সংরক্ষিত
মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.): জামিন পেলেন না শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। শুধুমাত্র আরিয়ান নন, বৃহস্পত
জামিন পেলেন না আরিয়ান ও মুনমুনরা, ২০ অক্টোবর অবধি রায়দান সংরক্ষিত


মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.): জামিন পেলেন না শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। শুধুমাত্র আরিয়ান নন, বৃহস্পতিবার জামিন পাননি আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাও। জামিন না পাওয়ায় আপাতত তাঁদের থাকতে হবে বিচার বিভাগীয় হেফাজতেই। মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত জানিয়েছে, জামিন আবেদন নিয়ে পরবর্তী শুনানি হবে আগামী বুধবার, ২০ অক্টোবর। তাই তত দিন তাঁকে জেল হেফাজতেই থাকতে হবে।

শুনানির সময় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)-র আইনজীবী অনিল সিং দাবি করেন, প্রমোদতরীর সেই পার্টিতে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গেও শাহরুখ-পুত্রের যোগাযোগ ছিল বলে মনে করছেন তিনি। সেই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন তিনি। মাদক-চক্রের ষড়যন্ত্রে আরিয়ানও সামিল ছিলেন। আদালতে এমনই দাবি করেছে এনসিবি। আরিয়ান এবং তাঁর সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্টের কাছ থেকে নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের যুক্তি, আরিয়ানের কাছ থেকে কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আন্তর্জাতিক মাদক চক্রের হদিশ পেতে তাঁদের বয়ান জরুরি হয়ে উঠেছে। তদন্তকারীরা মনে করছেন, সেই পার্টি থেকে বাকি যাঁরা আটক হয়েছেন, তাঁদের মতোই ভূমিকা পালন করেছেন শাহরুখ-তনয়ও। যে কারণেই বুধবারও আরিয়ানের জামিনের বিরোধিতা করেন তদন্তকারীদের আইনজীবী। অন্য দিকে শাহরুখ নিযুক্ত আইনজীবী দাবি করেন, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও তদন্তে কোনও প্রভাব পড়বে না। আপাতত ২০ অক্টোবর পর্যন্ত জামিনের আবেদন নিয়ে শুনানি স্থগিত রাখা হয়েছে।

এদিকে, মাদক মামলায় ধৃত আরিয়ান খানের কোভিড-রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু আরিয়ান নন, বাকি ৫ জনেরও করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই কোয়ারেন্টাইন বারাক থেকে সাধারণ সেলে নিয়ে যাওয়া হয়েছে আরিয়ান এবং ৫ জনকে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আর্থার রোড জেলের সুপার নীতিন ওয়াচাল। বৃহস্পতিবার আর্থার রোড জেলের সুপার নীতিন ওয়াচাল জানিয়েছেন, আরিয়ান খান এবং ৫ জনের কোভিড-রিপোর্ট নেগেটিভ এসেছে। কোয়ারেন্টাইন বারাক থেকে সাধারণ সেলে নিয়ে যাওয়া হয়েছে আরিয়ান এবং ৫ জনকে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande