দুর্গাপুজোয় অশান্তি সৃষ্টিকারীদের 'উপযুক্ত শাস্তি' হবে, হুঁশিয়ারি হাসিনার
ঢাকা, ১৫ অক্টোবর (হি.স) : দুর্গাপুজোয় কুমিল্লার অশান্তির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হঙ্কার দি
দুর্গাপুজোয় অশান্তি সৃষ্টিকারীদের 'উপযুক্ত শাস্তি' হবে, হুঁশিয়ারি হাসিনার


ঢাকা, ১৫ অক্টোবর (হি.স) : দুর্গাপুজোয় কুমিল্লার অশান্তির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হঙ্কার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি রক্ষায় হাসিনা জানিয়েছেন, কুমিল্লার ওই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীরা যে ধর্মেরই হোক না কেন, তাঁদের শাস্তি দেওয়া হবে।

শুক্রবার কুমিল্লার টমছমব্রিজ, কান্দিরপাড়, চকবাজার এত্যাদি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিজিবি ফোর্সও রয়েছে কুমিল্লার রাস্তায়। কোনও ধরণের উসকানি বা অরাজকতা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছে প্রশাসন।

অন্যদিকে, আওয়ামী লিগের নেতা কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। দেশে কোনওভাবেই যাতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসনও। সকলকে আইন মেনে চলতে ও আইনকে নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করা হচ্ছে।

কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের দাবি। এর মধ্যে ফয়েজ নামে এক অভিযুক্তকে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande