চার্চে বৈঠক চলাকালীনই ব্রিটিশ সাংসদের উপর ছুরি হামলা, তীব্র চাঞ্চল্য
লন্ডন, ১৫ অক্টোবর (হি.স) : অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরি দিয়ে হামলায় প্রাণ হারালেন ব্রিটিশ সাংসদ ডেভিড আ
চার্চে বৈঠক চলাকালীনই ব্রিটিশ সাংসদের উপর ছুরি হামলা, তীব্র চাঞ্চল্য


লন্ডন, ১৫ অক্টোবর (হি.স) : অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরি দিয়ে হামলায় প্রাণ হারালেন ব্রিটিশ সাংসদ ডেভিড আমেস। শুক্রবার তাঁর ইলেকটোরাল ডিস্ট্রিক্টেই ভয়াবহ ঘটনাটি ঘটে।

খবর অনুযায়ী, এদিন নিজের ইলেকটোরাল ডিস্ট্রিক্ট এসেক্সের সাউথএন্ড ওয়েস্টে আক্রান্ত হন তিনি। এই সময় লেই-অন সি'র বেলফেয়ারস মেথোডিস্ট চার্চে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৯ বছর বয়সি ডেভিড। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টির সদস্য।

জানা গিয়েছে, এদিন ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময়ই আচমকা সেখানে হাজির হয় এক ব্যক্তি। এরপরই ডেভিডের ওপর ছুরি দিয়ে হামলা চালায় সে। একাধিকবার ছুরি দিয়ে ডেভিডের উপর আঘাত করে ওই হামলাকারী। হামলার ঘটনার খবর পেয়েই সেখানে চলে আসে পুলিশ। তড়িঘড়ি আটক করা হয় হামলাকারীকে। এরপর ব্রিটিশ সাংসদকে প্রাণে বাঁচাতে যথেষ্ট চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

এই প্রসঙ্গে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, 'আমেসকে বাঁচানোর চেষ্টা করা হলেও দুর্ভাগ্যবশত শেষরক্ষা হয়নি। এরপরই ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে হামলার জন্য গ্রেফতারও করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে।' এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande