কলকাতায় ১০৬-টাকার ঊর্ধ্বে পেট্রোল, দুই জ্বালানি তেল আরও দামি
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধির দৌড়ে একের পর এক রেকর্ড গড়েই চলছে পেট্রোল ও ডিজেল। শনিবার
দুই জ্বালানি তেল আরও দামি


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধির দৌড়ে একের পর এক রেকর্ড গড়েই চলছে পেট্রোল ও ডিজেল। শনিবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লিতে ১০৫-টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম, কলকাতায় পেট্রোলের দাম ১০৬-টাকার বেশি। দেশের সর্বত্রই রেকর্ড গড়ছে দুই জ্বালানি তেলের মূল্য। এর আগে গত মঙ্গলবার ও বুধবার দাম বাড়েনি পেট্রোল ও ডিজেলের, কিন্তু বৃহস্পতিবার থেকে টানা তিন-দিন মহার্ঘ্য হয়েছে জ্বালানি তেল।

মূল্যবৃদ্ধির পর শনিবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৫.৪৯ টাকা এবং ডিজেল ৯৪.২২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১১.৪৩ টাকা ও ডিজেল ১০২.১৫ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৬.১১ টাকা ও ডিজেলের মূল্য ৯৭.৩৩ টাকা প্রতি লিটার, চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০২.৭০ টাকা ও ডিজেল ৯৮.৫৯ টাকা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande