পুজো শেষ, ২৩ অক্টোবর থেকে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স) : রাজ্যে আসন্ন চার বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে আগামী ২৩ অক্ট
পুজো শেষ, ২৩ অক্টোবর থেকে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স) : রাজ্যে আসন্ন চার বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে আগামী ২৩ অক্টোবর থেকেই প্রচারে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, শেষ মূহূর্তে কোনও বদল না হলে, আগামী ২৩ তারিখ খড়দহের একটি মাঠে সভা করবেন তিনি। ওইদিনই গোসাবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিষেকের প্রচার কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। দিনহাটা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী উদয়ন গুহের হয়েও প্রচার করতে আগামী ২৫ অক্টোবর দিনহাটায় যেতে পারেন অভিষেক। একটি সভা করবেন এবং নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। ২৬ অক্টোবর নদিয়ার শান্তিপুরে দলের প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা অভিষেকের।

পুজোর আগে ভবানীপুর, জঙ্গিপুর, শামসেরগঞ্জে নির্বাচন হয়। সেখানেও প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভবানীপুরে জয়ী হওয়ার দিনেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। একই সঙ্গে জানিয়েছিলেন, ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনও রাজনৈতিক প্রচার করবেন না তৃণমূল প্রার্থীরা। তাই পুজোর দিনগুলিতে প্রতীক নিয়ে প্রার্থীরা প্রচারে বার হননি। বরং পুজোর দিনগুলিতে সেরেছিলেন জনসংযোগ। কিন্তু পুজো-পর্ব মিটতেই তৃণমূল প্রার্থীরা পুরোদমে রাজনৈতিক প্রচার শুরু করে দিচ্ছেন।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande