পেট্রল-ডিজেলের দাম আবার বাড়ল, মাথায় হাত মধ্যবিত্তের
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স) : উত্‍সবের মরশুমে আমজনতার মাথা যন্ত্রণার কারণ ছিল জ্বালানির দাম। লাগাতার প
পেট্রল-ডিজেলের দাম আবার বাড়ল, মাথায় হাত মধ্যবিত্তের


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স) : উত্‍সবের মরশুমে আমজনতার মাথা যন্ত্রণার কারণ ছিল জ্বালানির দাম। লাগাতার পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধিতে চোখে সর্ষেফুল দেখছেন সাধারণ মানুষ। গাড়ি নিয়ে বাইরে বেরনোই এখন স্বপ্নের মতো ঠেকছে।

রবিবারও বেড়ে কলকাতায় নতুন রেকর্ড ছুঁয়ে ফেলল জ্বালানী। এদিন কলকাতায় পেট্রলের দাম বেড়েছে প্রতি লিটার ৩৩ পয়সা। যার ফলে শহরে এখন পেট্রলের দাম গিয়ে দাঁড়াল ১০৬ টাকা ৪৩ পয়সায়। এই দাম রীতিমতো রেকর্ড। কম যাচ্ছে না ডিজেলও। পেট্রলের সঙ্গে পাল্লা দিয়ে লাগাতার বেড়েই চলেছে তার দামও। এদিন ডিজেলের দাম নতুন করে ৩৫ পয়সা বেড়ে গিয়েছে। ফলে আপাতত কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৮ পয়সা। তবে যে হারে দাম বাড়ছে তাতে ডিজেলের সেঞ্চুরি করতে আর বেশি দেরি নেই বলেই মনে হচ্ছে।

পেট্রল ডিজেলের এই লাগাতার মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপরেও। সব কিছুরই দাম বাড়ছে। বাজারের অবস্থায় হাঁসফাঁস করছেন সাধারণ মধ্যবিত্তরা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দিন দিন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তার উপর কেন্দ্র, রাজ্য দুই ক্ষেত্রের কর চাপছে। ফলে আগুন হয়ে উঠছে পেট্রল ডিজেলের দাম।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande