হিন্দুদের একাংশের নৈঃশব্দকে আক্রমণ তথাগত রায়ের
কলকাতা, ১৬ অক্টোবর (হি . স.) : বাংলাদেশে ধর্মের ওপর আঘাতের পরেও হিন্দুদের একাংশের নৈঃশব্দকে আক্রমণ
হিন্দুদের একাংশের নৈঃশব্দকে আক্রমণ তথাগত রায়ের


কলকাতা, ১৬ অক্টোবর (হি . স.) : বাংলাদেশে ধর্মের ওপর আঘাতের পরেও হিন্দুদের একাংশের নৈঃশব্দকে আক্রমণ করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

রবিবার তিনি টুইটে লিখেছেন, “খাসীর দোকানে খাসী কাটা চলছে আর পাশে আরো কিছু পাঁঠা নিশ্চিন্তমনে ঘাস চিবুচ্ছে, দেখছে অথচ ভাবছেও না যে এর পর তাদেরই পালা।“অপর একটি টুইটে তিনি এদিন লিখেছেন, “ধর্মনিরপেক্ষতার নামে নিউটনের গতির তৃতীয় আইন অস্বীকার করলে তা অদৃশ্য হয়ে যাবে না। একটি সুপ্ত আগ্নেয়গিরি মৃত বলে ভান করলে এটি মারা যাবে না। এটি তার নিজের ভাল সময়ে ফেটে যাবে।“

প্রসঙ্গত, অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের তীব্র নিন্দা শুরু হয় সর্বস্তরে। তবে এই ঘটনায় দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হিংসাত্মক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এ রাজ্যের শাসক দল তৃণমূল-ও। অন্যদিকে মণ্ডপে হামলার ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসবের ছাড়িয়ে ফের বড় হয়ে উঠেছে ইসকন মন্দিরে ভাঙচুরের ঘটনা।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande