উপ-নির্বাচন : ভোটার পরিচয়পত্র ছাড়াও অন্য ১১টি নথিতে অনুমতি কমিশনের
গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : আগামী ৩০ অক্টোবর অসমের পাঁচ আসনে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে ভোটার পরিচয়পত্
By-election: In addition to voter ID, permission in 11 other documents


গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : আগামী ৩০ অক্টোবর অসমের পাঁচ আসনে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে ভোটার পরিচয়পত্র ছাড়াও অন্য ১১টি নথি প্রদর্শন করে ভোটদান করতে পারবেন ভোটাররা, জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর।

নির্বাচন কমিশনের নির্দেশিকার ভিত্তিতে আজ রবিবার রাজ্য নির্বাচন দফতরের মিডিয়া সেলের এক প্রেসবিবৃতিতে বলা হয়েছে, যে সকল ভোটারের ফটো-পরিচয়পত্র আছে, ভোটদানের আগে ভোটকেন্দ্রে সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মচারীদের তা প্রদর্শন করতে হবে। যাঁদের ফটো-পরিচয়পত্র নেই তাঁদের প্রকৃত ভোটার হিসেবে প্রমাণ করতে আধার কার্ড, প্যানকার্ড, এমজিএনরেগা জবকার্ড, ব্যাংক ও ডাকঘরের ছবি সহ পাসবুক, শ্রম মন্ত্রালয় স্কিমের অধীনে ইস্যুকৃত স্বাস্থ্য বিমা স্মার্টকার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরজিআই-এর অধীনে এনপিআর কর্তৃক জারিকৃত স্মার্টকার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবি সহ পেনশন ডকুমেন্ট, কেন্দ্রীয় / রাজ্য সরকার / পাবলিক সেক্টর আন্ডারটেকিং / পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারীদের ছবি সহ সার্ভিস আইডেনটিটি কার্ড এবং সাংসদ / বিধায়ক / এমএলসিদের সরকারি পরিচয়পত্রের যে কোনও একটি প্রদর্শন করতে হবে।

প্রেসবার্তায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ভোটারের পরিচয় সাব্যস্ত করতে পারলে ফটো-পরিচয়পত্রে নাম ঠিকানার বানান ইত্যাদি থাকলে সেগুলো উপেক্ষা করা হবে। এছাড়া অন্য কেন্দ্রের নির্বাচক পঞ্জিয়ন আধিকারিক এর আগে যদি কোনও ব্যক্তির ভোটার আইডেনটিটি কার্ড ইস্যু করে থাকেন, তা-হলে তিনিও নতুন ভোটকেন্দ্রে ভোটদান করতে পারবেন, তবে তাঁর নাম যে কেন্দ্রে ভোট দিতে যাবেন সেখানে থাকতে হবে। তাছাড়া, ভোটার পরিচয়পত্রে সাঁটা ফটোয় যদি কোনও অসংগতি থাকে, তা-হলে উল্লিখিত যে কোনও একটি নথি তাঁকে প্রদর্শন করতে হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ


 rajesh pande