গঙ্গা ভাঙনে মুর্শিদাবাদে নদীগর্ভে তলিয়ে গেল ৮টি বাড়ি
মুর্শিদাবাদ, ১৭ অক্টোবর (হি. স.) : গঙ্গা ভাঙনে দীর্ঘদিন ধরেই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জম
গঙ্গা ভাঙনে মুর্শিদাবাদে নদীগর্ভে তলিয়ে গেল ৮টি বাড়ি


মুর্শিদাবাদ, ১৭ অক্টোবর (হি. স.) : গঙ্গা ভাঙনে দীর্ঘদিন ধরেই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে শনিবার রাতে আবারও নতুন করে গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে ৮টি বাড়ি। সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের লালপুর গ্রামে প্রায় এক মাস থেকে অব্যাহত রয়েছে এই ভাঙন। ফলে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের শিবপুর এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী ধানঘরা হিরানন্দপুর এলাকাতেও।

ঘরের মায়া ত্যাগ করে ইতিমধ্যে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। চোখের নিমেষে শেষ হয়ে যাচ্ছে সবকিছু। এই ঘটনা মালদা,মুর্শিদাবাদে আকছাড় হচ্ছে। ইতিমধ্যে অভিযোগের আঙুল উঠেছে প্রশাসনের দিকে। লালপুর এলাকার স্থানীয়রা জানাচ্ছেন কোনও ব্যবস্থা নেওয়াই হয়নি গঙ্গার পাড় বাঁধানোর। প্রায় এক মাস ধরে গঙ্গা ভাঙন চলছে কিন্তু কোনও সরকারি সুযোগ-সুবিধা তাঁরা পাননি। দ্রুত পাড় বাঁধানোর দাবি জানিয়েছেন তাঁরা। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande