লক্ষ্য উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক, ইজরায়েল সফরে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর
নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স) : রবিবার তিন দিনের ইজরায়েল সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইজরায়ে
লক্ষ্য উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক, ইজরায়েল সফরে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স) : রবিবার তিন দিনের ইজরায়েল সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইজরায়েল সফরের যাত্রাপথে একদিন তিনি দুবাইতে থাকবেন। সেখানে আরব আমিরশাহির প্রশাসনের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর। তারপর সেখান থেকেই ইজরায়েলের রাজধানী জেরুজালেম উদ্দেশে রওনা দেবেন জয়শঙ্কর।

ইজরায়েল নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও সেদেশের বিদেশমন্ত্রী ইয়ায়ির ল্যাপিডের সঙ্গে বৈঠকে বসবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, ইজরায়েলের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সময়ে ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল, সেই সম্পর্ককেই আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়া দিল্লি।

বিদেশমন্ত্রী হিসেবে ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর এটি জয়শঙ্করের প্রথম ইজরায়েল সফর। উল্লখ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু শাসনের সময় থেকেই ইজরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছিল। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি ও সামরিক চুক্তি সাক্ষরিত হয়েছিল।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ইসরায়েলে ভারতীয় বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায়, ইন্ডোলজিস্ট, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় ছাত্র এবং হাই-টেক শিল্পের প্রতিনিধি সহ ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। প্রথম বিশ্ব যুদ্ধের সময় যেসব ভারতীয় সৈন্যরা এই অঞ্চলে নিজেদের প্রাণ দিয়েছেন তাদের সঙ্গেও দেখা করবেন তিনি।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande