বাংলাদেশের মণ্ডপ-মন্দিরে হামলা : সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করতে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি সিআরপিসিসি অসমের
শিলচর (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : বাংলাদেশের কুমিল্লা শহরে দুর্গা পূজায় কথিত ‘কোরান শরীফ অবমাননা’র
Hindu persecution in Bangladesh 


শিলচর (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : বাংলাদেশের কুমিল্লা শহরে দুর্গা পূজায় কথিত ‘কোরান শরীফ অবমাননা’র ঘটনার জেরে কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম সহ ওই দেশের বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর এবং হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি (সিআরপিসিসি), অসম। পাশাপাশি সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছে সিআরপিসিসি। এছাড়া অপ্রীতিকর ঘটনাবলীর সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি।

বাংলাদেশের বুদ্ধিজীবী, সচেতন নাগরিক সহ সমস্ত বিরোধী দলের কর্মীরা যেভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করে মানববন্ধন গড়ে তুলেছেন এতে তাঁদের প্রতি সংহতি প্রকাশ করেছে সিআরপিসিসি।

সংগঠনের তরফে ড. তপোধীর ভট্টাচার্য জানিয়েছেন, ‘কুমিল্লা শহরের একটি পূজা মণ্ডপে রাতের আঁধারে কারা কী উদ্দেশ্যে কোরান শরীফ রেখে গেছে, তা সে দেশের প্রশাসন তৎপরতার সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারত। কিন্তু ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করার পরও সাম্প্রদায়িক শক্তি সমবেত হয়ে বিভিন্ন মণ্ডপে ও মন্দিরে যে হামলা চালানো হচ্ছে তাতে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। এই ঘটনার পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপে হামলা-ভাঙচুর প্রমাণ করে, বাংলাদেশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।

বাংলাদেশে গত কয়েক বছরে গুজব ছড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর লুটপাট হয়েছে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশ সরকারের দলীয় নেতাকর্মীদের ইন্ধনে সাম্প্রদায়িক হামলার অভিযোগ উঠলেও তাদের কোনও বিচার হয়নি।

'সিআরপিসিসি, অসম'-এর পক্ষ থেকে এ-ও বলা হয়, এ সকল মধ্যযুগীয় বর্বরতা থেকে দেশকে মুক্ত করতে হলে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এবং তার হোতা দেশের মৌলবাদীদের মদতপুষ্ট সরকারের বিরুদ্ধে দেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল মানুষ ও সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপে ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সে দেশের আওয়ামি লিগ সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সিআরপিসিসি, অসম।

পাশাপাশি ভারত সরকারকে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সে দেশের সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা প্রদান ও নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক অনুদান এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণে বাধ্য করতে দাবি জানানো হয়। এছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা-ও সুনিশ্চিত করার দাবি জানিয়েছে সিআরপিসিসি। পাশাপাশি আমাদের দেশের মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিগুলো যাতে বাংলাদেশের ঘটনার সুযোগ নিয়ে উত্তেজনা ছড়াতে না পারে তা কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে জোরালো দাবি জানিয়েছেন 'সিআরপিসিসি, অসম'-এর পক্ষ থেকে ড. তপোধীর ভট্টাচার্য, হিল্লোল ভট্টাচার্য সহ অন্যরা।

হিন্দুস্থান সমাচার / বিশু / সমীপ


 rajesh pande