মণিপুর : চূড়াচাঁদপুরে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত শতাধিক শিশু ভরতি হাসপাতালে
চূড়াচাঁদপুর (মণিপুর), ১৭ অক্টোবর (হি.স.) : রাজ্যের চূড়াচাঁদ জেলায় শতাধিক শিশু শ্বাসকষ্টজনিত রোগে আ
Over 100 children admitted in hospital with breathing issues in Churachandpur ((Representational image)


চূড়াচাঁদপুর (মণিপুর), ১৭ অক্টোবর (হি.স.) : রাজ্যের চূড়াচাঁদ জেলায় শতাধিক শিশু শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে। তাদের হাসাপাতালে ভরতি করে চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা। হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্টের সঙ্গে তাদের জ্বরের উপসর্গও রয়েছে।

চূড়াচাঁদ জেলা সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানা গেছে, গত কয়েকদিনে প্রতিদিন প্রায় ১০ জন করে আজ পর্যন্ত মোট ১০০টি শিশুকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে চিকিৎসার পর রোগের কিছুটা উপশম হলে এখন পর্যন্ত ৬০ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। রোগীদের সকলেই দু-মাস থেকে তিন বছর বয়সি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাদের মধ্যে মাত্র দু-মাস এবং দু-বছরের দুই শিশুরোগীর শর্রীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা-এ ভাইরাসের সাবটাইপ এইচি-৩-এন-২ (H3N2)-এরও এক রোগী শনাক্ত হয়েছে। সব রোগীর ইনফ্লুয়েঞ্জার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্য ৩৫টি শিশুর নমুনা নেগেটিভ বলে রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

বিশেষজ্ঞ ডাক্তারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা সম্ভবত ঋতু (সিজন) পরিবর্তনের জন্য হচ্ছে। ঋতু পরিবর্তনের সময় সাধারণত শিশুরাই বেশি আক্রান্ত হয়।

কর্তৃপক্ষ জানান, মাত্র ৩৩ শয্যার জেলা হাসপাতালে বর্তমানে ৪০ জন শিশুরোগী রয়েছে। তাদের মধ্যে অর্ধেক রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা রয়েছে। পর্যাপ্ত শয্যার অভাবে অক্সিজেনের প্রয়োজন এমন সাত শিশুরোগীকে হাসপাতালের করিডোরে রাখতে তাঁরা বাধ্য হচ্ছেন বলেও জানান সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ


 rajesh pande