দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, হোটেলবন্দি পর্যটকরা
দিঘা, ১৭ অক্টোবর (হি. স.) : আবারও তীব্র জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর
দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, হোটেলবন্দি পর্যটকরা


দিঘা, ১৭ অক্টোবর (হি. স.) : আবারও তীব্র জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিঘা উপকূলেও বইছে তীব্র ঝোড়ো হওয়া। সেই সঙ্গে শুরু হয়েছএ প্রবল বৃষ্টি। যার ফলে উত্তাল দিঘা সমুদ্র। জলোচ্ছ্বাস দেখতে ভিড় জমালেও নিরাপত্তারক্ষীদের বাধায় হোটেলে ফিরতে হল পর্যটকদের। দিঘা সৈকতে এখন চলছে পুলিশি নজরদারি।

দিঘার সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাসে কোনওরকম দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। তাই সোমবার দিঘা সমুদ্র স্নানে বাধা দেওয়া হয়েছে পর্যটকদের। অনেকে সমুদ্র সৈকতে এসেও ফিরে যান। এদিকে লক্ষ্মীপুজোর আগে ফের দুর্যোগের মুখে বাংলা। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের ৭ জেলায়। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সতর্কতা জারি কলকাতা, হাওড়া, হুগলিতে। উদ্বেগ বাড়াতে পারে ডিভিসি-র জলও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande