আজ বাংলাদেশের শুরু টি-২০ বিশ্বকাপ অভিযান
ঢাকা, ১৭ অক্টোবর (হি.স) : রবিবার ওমানে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। আর সেখানে ‍'স
আজ বাংলাদেশের শুরু টি-২০ বিশ্বকাপ অভিযান


ঢাকা, ১৭ অক্টোবর (হি.স) : রবিবার ওমানে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। আর সেখানে ‍'সুপার ১২' পর্বে যাওয়ার জন্য অন্যতম ফেভারিট দেশ হল বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

যোগ্যতা অর্জন পর্বে ‍'এ' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান। প্রতি গ্রুপ থেকে দু'টি দল মূলপর্বে যাবে। সাম্প্রতিক কালে বাংলাদেশ যে ছন্দে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়েছে, তার ভিত্তিতেই বিশেষজ্ঞদের অনুমান, ‍'বি' গ্রুপ থেকে সেরা হয়েই ‍'সুপার ১২' পর্বে যাবে বাংলাদেশ। কারণ, এক ক্যালেন্ডার বর্ষে ন'টি টি-২০ ম্যাচে জিতেছে বাংলাদেশ। তাদের আগে এই পরিসংখ্যানের বিচারে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা জিতেছে ১২টি ম্যাচ। এর আগে গত মার্চে নিউজ়িল্যান্ডে গিয়ে টি-২০ সিরিজ় হেরে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু তার পরে পর পর সিরিজ় জিতেছে তারা। হারিয়েছে জ়িম্বাবোয়ে (২-১), অস্ট্রেলিয়া (৪-১) ও নিউজ়িল্যান্ডকে (৩-২)। গ্রুপ পর্ব পেরোলেই বাংলাদেশ জায়গা করে নেবে ভারত, আফগানিস্তান, নিউজ়িল্যান্ড ও পাকিস্তানের গ্রুপে।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande