ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ি, জখম তিন
ভোপাল, ১৭ অক্টোবর (হি.স) : বিসর্জনের শোভাযাত্রায় ঝড়ের বেগে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। গাড়ির ধাক্কায়
ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ি, জখম তিন


ভোপাল, ১৭ অক্টোবর (হি.স) : বিসর্জনের শোভাযাত্রায় ঝড়ের বেগে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। গাড়ির ধাক্কায় আহত তিনজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। গাড়ির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শনিবার রাতে ভোপালের চাঁদবাড়গ দুর্গা উৎসব কমিটির বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। শোভাযাত্রা ভোপাল রেল স্টেশনের কাছে স্টেশন বাজার এলাকায় পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে পিছিয়ে আসছে। সেই গাড়ির তলায় চাপা পড়ছেন অনেকে।

পুলিশ সূত্রে খবর, হুড়োহুড়িতে বছর ১৬-এর রোশন মহাওয়ার পড়ে গিয়েছিলেন গাড়ির তলায়। সেই অবস্থায় প্রবল গতিতে তাঁকে টানতে টানতে বেশ কয়েক মিটার যায় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় রোশনকে ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ২৬ বছরের চেতন সাহু এবং ২৫ বছরের সুরেন্দ্র সেন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। আহতরা সকলেই ভোপালের চাঁদবাগের বাসিন্দা।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande