এ রাজ্যেও প্রতিমা ভাঙচুর হয়েছে, অভিযোগ দিলীপ ঘোষের
কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : “শুধু বাংলাদেশেই নয়, বাংলাতেও প্রতিমা ভাঙচুর হয়েছে।“ রবিবার বিজেপির স
এ রাজ্যেও প্রতিমা ভাঙচুর হয়েছে, অভিযোগ দিলীপ ঘোষের


কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : “শুধু বাংলাদেশেই নয়, বাংলাতেও প্রতিমা ভাঙচুর হয়েছে।“ রবিবার বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ এই বিস্ফোরক দাবি করে পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের ঘটনাকে সামনে এনেছেন।

একুশের নির্বাচনের সময় প্রচারে বিজেপি নেতারা বলেছিলেন, বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এবার ফেসবুকে এবং টুইটেও লিখেছেন। তাতে হইচই বেড়েছে।ঠিক কী লিখেছেন তিনি?‌ ফেসবুকে নিজের ওয়ালে তিনি লিখেছেন, ‘‌যারা বাংলাদেশের দুর্গাপুজোর উপর হামলা নিয়ে খুব চিন্তিত, তারা কি জানেন যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি পুজোর দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ ও তার উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশের দিকেই এগোচ্ছে?’‌

দিলীপবাবুর এই পোষ্ট রবিবার বেলা সাড়ে তিনটে অবধি দেখেছেন ৫৩ হাজার নেটানাগরিক। লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৪ হাজার ২০০, ৬২৫, ১হাজার ৪০০। এই সঙ্গে তিনি শনিবার বেশি রাতে পূর্ব মেদিনীপুরের পুজোয় নিরাপত্তার অভাবের ভিডিও-সহ টুইটও করেছেন। এতে বাংলাদেশের মৌলবাদ, বাংলার মাটিতে কায়েম হচ্ছে বলে ইঙ্গিত রয়েছে।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande