সুরুচি সংঘে চলছে উমার বরন
কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : শহরবাসী সারা বছর অপেক্ষা করে থাকে দূর্গা পুজোর জন্য । কিন্তু পুজো আসতে
surachi sangha


surachi sangha


surachi sangha


surachi sangha


surachi sangha


কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : শহরবাসী সারা বছর অপেক্ষা করে থাকে দূর্গা পুজোর জন্য । কিন্তু পুজো আসতে আসতে তা শেষ । বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে উমার বিসর্জন । যদিও রবিবার দ্বাদশীর দিন সুরুচি সংঘের প্রতিমা বিসর্জনের পালা । বিসর্জনের আগে সেখানে জোর কদমে চলছে উমার বরন ।

কলকাতার পুজো মানেই থিমের চমক । আর থিমের চমকে জুড়ি মেলা ভার সুরুচি সংঘের । চলতি বছর সুরুচি সংঘের থিম ছিল '' আবদার ''। সুন্দর একটি জামা কাপড়ের বাজারের আঙ্গিকে গড়ে তোলা হয়েছে এবারের মন্ডপ । রবিবার সেই প্রতিমা বিসর্জনের পালা । বিসর্জন কালে সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । পাশাপশি এদিন সুরুচি সংঘে উমাকে বিদায় জানানোর আগে চলছে বরন । হিন্দুস্থান সমাচার / পায়েল


 rajesh pande