যুব বিশ্ব কাপে প্রথম ম্যাচে হার, আজ ভারতের সামনে কানাডা
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স) : শুরু হয়ে গেল পুরুষদের যুব হকি বিশ্বকাপ। আয়োজক দেশ হয়ে পুল বি’র প্র
যুব বিশ্ব কাপে প্রথম ম্যাচে হার, আজ ভারতের সামনে কানাডা


নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স) : শুরু হয়ে গেল পুরুষদের যুব হকি বিশ্বকাপ। আয়োজক দেশ হয়ে পুল বি’র প্রথম ম্যাচেই হারতে হল ভারতকে। গতবারের চ্যাম্পিয়ন ভারত ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে ৪-৫ গোলে হেরে গেলো ফ্রান্সের কাছে। আজ বৃহস্পতিবারের ম্যাচে ভারতের মুখোমুখি হবে কানাডা।

ম্যাচে শুরু থেকেই দাপট দেখাল ফ্রান্স। সব বিভাগে ভারতকে টেক্কা দিল তারা। ২০১৩ সালে সকলকে চমকে ফ্রান্স দিল্লিতে যুব হকি বিশ্বকাপে রানার আপ হয়েছিল। বুধবার ম্যাচের শুরুতেই ফ্রান্স ফিল্ড গোল করে এগিয়ে যায়। দলের নেতা তিমোতি ক্লেমেন্ত গোল করেন। ৭ মিনিটের মধ্যেই আবার গোল হজম করতে হয় ভারতকে। ফ্রান্সের ত্রয়ী ক্লেমেন্ত-ভেরিয়ের-মার্কে আক্রমন শানান। তাতেই ২-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

প্রথম অর্ধের ঠিক আগেই, ভারত ব্যবধান কমায় পেনাল্টি কর্নার থেকে। গোল করেন উত্তম সিং (১-২)। দ্বিতীয় ভাগের প্রথম ১৫ মিনিট ছিল ফ্রান্সের দখলে। ভারতীয় রক্ষণকে টলিয়ে আরও দুটি গোল করে ফ্রান্স (৪-১)।

চাপ বাড়িয়ে ফ্রেঞ্চমেনরা পর পর তিনটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। আর তা থেকে গোল করে ফ্রান্স নেতা তিমোতি ক্লেমেন্ত হ্যাটট্রিক করে নেন।

আবার করেন্টিন সেলিয়ার ফিল্ড গোল করে দলের ব্যবধান বাড়ান (৫-১)।

শেষ ১৫ মিনিট ভারতে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়। পরপর ২ টি গোল করে হ্যাটট্রিক করেন সঞ্জয়। (৪-৫)। কিন্তু পয়েন্ট নিয়ে আর ফিরতে পারেনি ভারত।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande