রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : সন্ধ্যা সাতটার পর পুরভোটের মিটিং মিছিল হবে না। বড় সমাবেশের বদলে ছোট স
রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন


কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : সন্ধ্যা সাতটার পর পুরভোটের মিটিং মিছিল হবে না। বড় সমাবেশের বদলে ছোট সভার জোড় দেওয়া হয়েছে। দরজায় দরজায় প্রচারে সর্বাধিক ৫ জন নিয়ে যেতে পারবে রাজনৈতিক দলগুলি

মূলত করোনার জন্যই এই নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুুপুরে সাংবাদিক বৈঠকে জানাল কলকাতা পুরভোট হবে ১৯ ডিসেম্বরে। তবে ভোটের দিন ঘোষণা হলেও ফল কবে তা স্পষ্ট করে জানায়নি কমিশন। সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার  সৌরভ দাস বলেন, গণনা নিয়ে চূড়ান্ত ঘোষণা পরে হবে। তবে ফল সম্ভবত ২১ ডিসেম্বরেই প্রকাশ হবে। করোনার বিধির কথা জানালেও তা কতটা মান্যতা দেবে রাজনৈতিক দলগুলো, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, গত বিধানসভার ভোটে কোনও দল এই বিধি যথোপযুক্ত মানেনি বলে বারবার অভিযোগ উঠেছে। হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande