Custom Heading

শুভমনের অর্ধশতরানের উপর ভর করে ভাল জায়গায় ভারত
কানপুর, ২৫ নভেম্বর (হি.স) : বৃহস্পতিবার শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজ। গ্রীন পার্
শুভমনের অর্ধশতরানের উপর ভর করে ভাল জায়গায় ভারত


কানপুর, ২৫ নভেম্বর (হি.স) : বৃহস্পতিবার শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজ। গ্রীন পার্কে প্রথম সেশনে শুরুতেই ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারালেও শুভমন গিলের অর্ধশতরানে ম্যাচে ফিরল ভারত।

কানপুরের গ্রিন পার্কে টস জেতেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরুতে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই নিজের উয়িকেট হারান ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। নিউজিল্যান্ডের কাইল জেমিসনের বলে খোঁচা দিয়ে কিপারের হাতে জমা দিলেন নিজের উয়িকেট।

এরপরে মাঠে নামেন চেতেশ্বর পূজারা। অপর ওপেনার শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন তারা। ড্রিঙ্কসের পরেই রানের গতি বাড়ান শুভমন। ভারতের মাটিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান করে ভারতকে আবার চালকের আসনে নিয়ে এলেন শুভমন। শুভমনের সঙ্গেই ক্রিজে রয়েছেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। পূজারা করেছেন ৬১ বলে ১৫ রান।

অন্যদিকে কানপুরে এদিন ভারতের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামলেন শ্রেয়স আইয়ার। কিংবদন্তি ভারতীয় খেলোয়াড় এবং ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্করের থেকে নিজের টেস্ট ক্যাপ পেলেন তিনি।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande