কৃষি আইন নিয়ে উত্তাল সংসদ, মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): যেমন আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত তাই হল। কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে শীত
মুলতুবি উভয়কক্ষের অধিবেশন


নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): যেমন আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত তাই হল। কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে শীতকালীন অধিবেশনের শুরুতেই হই-হট্টগোল শুরু হল সংসদের উভয়কক্ষে। শেষমেশ দুপুর বারোটা পর্যন্ত সংসদের দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি হয়ে যায়। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত বিল লোকসভায় পেশ করবেন। লোকসভার পর তা তোলা হবে রাজ্যসভায়।

কিন্তু, অধিবেশন শুরু হতেই কৃষি আইন প্রত্যাহার-সহ নানা বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। তুমুল হই-হট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। প্রসঙ্গত, ২৫ দিনের শীতকালীন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহার, ক্রিপ্টো বিল-সহ মোট ৩৬টি বিল পাস করাতে চায় সরকার। পেগাসাস ও মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে ঘিরতে তৈরি বিরোধীরাও।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande