এবার আমেরিকায় থাবা বসাল 'ওমিক্রন'
নিউইয়র্ক, ২ ডিসেম্বর (হি. স.) : আফ্রিকার দেশগুলি থেকে এবার আমেরিকায় হানা দিয়েছে করোনা নতুন স্ট্রেন ‘
এবার আমেরিকায় থাবা বসাল 'ওমিক্রন'


নিউইয়র্ক, ২ ডিসেম্বর (হি. স.) : আফ্রিকার দেশগুলি থেকে এবার আমেরিকায় হানা দিয়েছে করোনা নতুন স্ট্রেন ‘ওমিক্রন’ । সাউথ আফ্রিকা থেকে ক্যালিফোর্নিয়ায় ফেরত আসা এক ব্যক্তির শরীরে ওমিক্রন পাওয়া গিয়েছে। এমনটাই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ্যস্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউচি।

ফাউচি আরও জানান, ওই ব্যক্তি করোনা টিকার দু’টি ডোজই নিয়েছেন, তারপরও তাঁর শরীরে হানা দিয়েছে এই ভাইরাস। বর্তমানে আক্রান্ত ওই ব্যক্তির শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে, তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর এক বিবৃতিতে নাগরিকদের করোনা টিকা ও বুস্টার ডোজ নেওয়ার আরজি জানিয়েছে হোয়াইট হাউস।

এদিকে, ওমিক্রন আতঙ্কে আফ্রিকার দেশগুলির উপর ভ্রমণ বিষেধাজ্ঞা জারি করার বিরোধিতা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উল্লেখ্য, বিশ্বে ক্রমশ বাড়ছে করোনা নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা নেদারল্যান্ডসে যে ৬৬ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রনের স্ট্রেন মিলিছে বলে খবর। করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সংক্রমণ আটকাতে ইতিমধ্যেই দেশের আন্তর্জাতিক সীমান্তে নিষেদ্ধাজ্ঞা জারি করার পথে ইজরায়েল। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানান, সোমবার রাত থেকে আগামী ১৪ দিন এই নিয়ম জারি থাকবে।–হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande