নিউইয়র্কে আরও ৫ জনের শরীরে মিলল ওমিক্রন, আমেরিকায় বাড়ছে চিন্তা
নিউইয়র্ক, ৩ ডিসেম্বর (হি.স.): আমেরিকায় ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন।
আমেরিকায় বাড়ছে চিন্তা


নিউইয়র্ক, ৩ ডিসেম্বর (হি.স.): আমেরিকায় ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। নিউইয়র্কে আরও ৫ জনের শরীরে ওমিক্রন রূপের হদিশ মিলেছে। নিউইয়র্কে নতুন করে ৫ জন ওমিক্রন প্রজাতিতে সংক্রমিত হওয়ার পর আমেরিকায় ওমিক্রন-এ এখনও পর্যন্ত মোট ৮ জন সংক্রমিত হয়েছেন। শুক্রবার নিউইয়র্ক স্টেটের গভর্নর টুইট করে জানিয়েছেন, "নিউইয়র্কে ওমিক্রন-এ ৫ জন আক্রান্তের হদিশ মিলেছে। আতঙ্কের কিছু নেই। আমরা জানতাম এই প্রজাতি আসছে, এবং ছড়িয়ে পড়া রুখতে আমাদের কাছে সরঞ্জামও রয়েছে। টিকা নিন, মাস্ক পরুন।"

শুধুমাত্র নিউইয়র্কেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫ জন। আমেরিকায় এই সংখ্যা ৮। আমেরিকায় মিনেসোটা, কলোরাডো, ক্যালিফোর্নিয়াতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের নতুন এই প্রজাতি। দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম হদিশ মিললেও, ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন প্রজাতি। করোনার এই নতুন রূপকে ঘিরে বিশ্বজুড়ে এখন আতঙ্ক বিরাজমান।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande