টেবিল টেনিসে নজির গড়লেন মনিকা-সাথিয়ান জুটি
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স) : অন্যান্য অনেক খেলার মত টেবিল টেনিসেও বিশ্ব সংস্থা রাঙ্কিং প্রকাশ করে
টেবিল টেনিসে নজির গড়লেন মনিকা-সাথিয়ান জুটি


নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স) : অন্যান্য অনেক খেলার মত টেবিল টেনিসেও বিশ্ব সংস্থা রাঙ্কিং প্রকাশ করে নিয়মিত। নুতন তালিকায় নজির গড়লেন ভারতের মিক্সড ডবলস জুটি মনিকা বাত্রা এবং জি সাথিয়ান। উঠে এলেন ১৫ নম্বর স্থানে। যা ভারতীয় টেবিল টেনিসে নয়া নজির। এমন রাঙ্কিং কোনও ভারতীয় টেবিল টেনিস তারকারা কখনও এর আগে পান নি।

এমন রাঙ্কিং তাঁরা পেয়ে গেলেন, এই সপ্তাহেই এই জুটি হিউস্টনে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ছিলেন বলে। ৪৮ ঘণ্টা আগে বুধবার আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের তরফে যে নয়া রাঙ্কিং প্রকাশ করা হয়েছে তাতেই দেখা যায় – এই কৃতিত্ব অর্জন করেছেন সাথিয়ান-মনিকা জুটি। একই সঙ্গে উল্লেখ করার মতো তথ্য হল, চলতি সপ্তাহেই এই জুটি হিউস্টনে হয়ে যাওয়া বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। আর সেই সাফল্য তাঁদের এনে দিয়েছে অতি মূল্যবান ৩৫০ টি পয়েন্ট। যা তাঁদের এই নয়া নজির গড়তে বড় ভূমিকা নিয়েছে।

প্রথম ভারতীয় জুটি হিসেবে মিক্সড ডাবলসের ক্ষেত্রে তাঁরাই প্রথম ১৫ নম্বর রাঙ্কিংয়ে পৌঁছে এক নয়া নজির গড়ে ফেলেছেন। এর আগে কোন ভারতীয় জুটি মিক্সড ডাবলসে এমন কৃতিত্ব বিশ্ব মঞ্চে অর্জন করতে পারেনি।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande