বাংলাদেশে পাচারের পথে কাছাড়ের কালাইনে উদ্ধার গরু, বাজেয়াপ্ত গাড়ি
কালাইন (অসম), ৩ ডিসেম্বর (হি.স.) : কাছাড়ের বিভিন্ন স্থান থেকে লাগাতার গরু-মহিষ চুরির হিড়িক পড়েছে। চু
Cows rescued in Cachar on the way to Bangladesh


কালাইন (অসম), ৩ ডিসেম্বর (হি.স.) : কাছাড়ের বিভিন্ন স্থান থেকে লাগাতার গরু-মহিষ চুরির হিড়িক পড়েছে। চুরি করে মেঘালয় হয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে অবাধে পাচার করে চলেছে একটি চক্র। আজ শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ কাছাড়ের ৬ নম্বর জাতীয় সড়কের কালাইন বাজারে একটি অলটো কার থেকে তিনটি গরু উদ্ধার করেছে কালাইন পুলিশ।

এমএল ০৫ কিউ ১২০২ নম্বরের অলটো কার দ্রুতগতিতে যাওয়ার পথে পুলিশের সন্দেহ হয়। পুলিশ পিছু ধাওয়া করে অলটো কারটি থামিয়ে গরু তিনটি উদ্ধার করে। গরু তিনটি সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকারোক্তিতে জানায়, বাংলাদেশে পাচারের উদ্দ্যেশ্য গরু তিনটি মেঘালয় নিয়ে যাচ্ছিল।

উল্লেখ্য, একইভাবে বাংলাদেশে পাচারের পথে ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে গত এক সপ্তাহের মধ্যে মোট ৩৬টি মহিষ বাজেয়াপ্ত করেছেন বিএসএফ জওয়ানরা।

হিন্দুস্থান সমাচার / বিশু / সমীপ


 rajesh pande