আইএসএল-এ চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স) : আর যেন না হারে এসসি ইস্টবেঙ্গল। অষ্টম আইএসএল-এ টানা হারের ধাক্কায় বিধ্বস
আইএসএল-এ চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল


কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স) : আর যেন না হারে এসসি ইস্টবেঙ্গল। অষ্টম আইএসএল-এ টানা হারের ধাক্কায় বিধ্বস্ত লাল-হলুদ সমর্থকদের এটাই ছিল প্রার্থনা। শুক্রবার তিলক ময়দানে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল ভক্তদের জয়ের চেয়েও অনেক বেশি ভাবিয়েছিল হারের হ্যাটট্রিক! টানা তিন ম্যাচে হার যেন দেখতে না হয়। জিততে না-পারলেও ইস্টবেঙ্গল এদিন হারল না। গোলশূন্য ড্র করল মানলো দিয়াজের ব্রিগেড। এক পয়েন্ট নিয়ে ভাল ফুটবল খেলেই মাঠ ছাড়ল লাল হলুদ।

আইএসএলে দুরন্ত ফর্মে থাকা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলল, তা আগামী ম্যাচে দলকে অক্সিজেন দিতে পারে। ম্যাচের সেরা অবশ্যই হীরা মণ্ডল। লাল হলুদের গোলরক্ষক শুভম সেন তে-কাঠির নীচে ছাপ রাখলেন। শুভম সেন একাই চেন্নাইয়িনের তিন-চারটি গোল রুখে দিলেন অনায়াসে।

প্রথমার্ধে গোলের মুখ দেখতে না পেলেও দ্বিতীয়ার্ধে ৭০ থেকে ৭৩ মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের সামনে জোড়া গোলের সুযোগ ছিল। ড্যানিয়েল চিমা ও রাজু গায়কোয়াড় গোলের সুযোগ যদি নষ্ট না করতেন, তাহলে ইস্টবেঙ্গল জিতেই মাঠ ছাড়তে পারত। চলতি আইএসএলে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ ড্র করেই লিগ অভিযান শুরু করে ইস্টবেঙ্গল।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande