আতঙ্কের নাম ওমিক্রন! ৯ দেশ থেকে নেপালে প্রবেশে নিষেধাজ্ঞা
কাঠমান্ডু, ৩ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন রূপ 'ওমিক্রন' আতঙ্কে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ হয়
আতঙ্কের নাম ওমিক্রন! ৯ দেশ থেকে নেপালে প্রবেশে নিষেধাজ্ঞা


কাঠমান্ডু, ৩ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন রূপ 'ওমিক্রন' আতঙ্কে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল নেপালের দ্বার। ৯টি দেশ থেকে নেপালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হংকং-সহ ৯টি দেশ থেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না নেপালে। করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ করেছে সে দেশের সরকার।

‘ঝুঁকিপূর্ণ’ দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং-সহ ন’টি দেশ রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ভারতেও প্রবেশ করেছে করোনার এই নতুন রূপ। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে ৯টি দেশ থেকে নেপালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande