করিমগঞ্জে লুণ্ঠিত ব্যক্তি, ছিনতাই চার লক্ষ টাকা
করিমগঞ্জ (অসম), ৩ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের আইন-শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। চোর ও ছিনতাইতাবাজদের
করিমগঞ্জে লুণ্ঠিত ব্যক্তি, ছিনতাই চার লক্ষ টাকা


করিমগঞ্জ (অসম), ৩ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের আইন-শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। চোর ও ছিনতাইতাবাজদের দৌরাত্ম্যে শহরবাসী তটস্ত। শহর এলাকার নাগরিককুল নিশিকুটুম্বদের উপদ্রবে নাজেহাল। সন্ধ্যারাতেই ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নিচ্ছে চোরের দল। ব্যাঙ্কের এটিএম থেকে টাকা উঠিয়ে নিরাপদে ঘরে পৌঁছতে পারছেন না সাধারণ নাগরিকরা। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকা থেকে ছিনতাইবাজরা টাকার ব্যাগ ছিনিয়ে নিচ্ছে। আর এ সব‌ই হচ্ছে পুলিশ প্রশাসনের নাকের ডগায়। কিন্তু কোনও একটি ঘটনার সুরাহা করতে পারছে না পুলিশ।

আজ শুক্রবার দিনদুপুরে এক ব্যক্তির চার লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে শহরের পাথারকান্দি বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, পাথারকান্দির জনৈক খয়রুল ইসলাম নামের এক ব্যক্তি শহরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চ থেকে চার লক্ষ ২৪ হাজার টাকা উঠিয়ে বাস স্ট্যান্ডে আসেন। আচমকা এক বাইক আরোহী ছিনতাইবাজ তাঁর কাঁধে ঝোলানো টাকার ব্যাগ ছিনেয়ে নিয়ে তড়িৎগতিতে পালিয়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই নিমিষের মধ্যে বাইক আরোহী ছিনতাইবাজ শহরের জনমানসে মিশে যায়।

খয়রুল ইসলাম সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসলেও ছিনতাইবাজের কোনও হাদিশ বের করতে পারেনি৷ শহরে সংগঠিত ঘন ঘন চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে সাধারণ জনগণ উদ্বিগ্ন। পুলিশি ব্যর্থতার বিরুদ্ধেও বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। শহরের বাসস্ট্যান্ড, ছন্তর বাজারের সম্মুখস্থল, ব্যাঙ্ক সংলগ্ন এলাকা সহ ব্যস্ততম জনবহুল এলাকাগুলোতে সিসি ক্যামেরা বসানোর জন্য জোরালো দাবি উত্থাপন করেছে সচেতন মহল।

হিন্দুস্থান সমাচার / জন্মজিৎ / সমীপ


 rajesh pande