আইপিএলে নয়া দুই দলের জন্য নিলাম হতে চলেছে ১৭ অক্টোবর !
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ১৭ অক্টোবর হতে চলেছে আইপিএলে নয়া দুই দলের নিলাম ! সূত্রের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ১৭ অক্টোবর হতে চলেছে আইপিএলে নয়া দুই দলের নিলাম ! সূত্রের খবর, ‘১৭ অক্টোবর হতে চলেছে নিলাম প্রক্রিয়া। ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিলাম সংক্রান্ত কিছু জানার থাকলে, তা জানা যাবে।’

আগামী বছরের আইপিএলে নয়া একটি বা দুটি দলেরর মালিক হওয়া এবং চালানোর জন্য গত ৩১ আগস্ট দরপত্রের আহ্বান করেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেই কাজটা করা হয়েছিল। জিএসটি-সহ ১০ লাখ টাকা জমা দিলে সেই ‘ইনভিটেশন টু টেন্ডার’ মিলবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিবৃতিতে বলা হয়েছিল, ‘কেউ যদি দরপত্র জমা দিতে চায়, তাহলে তাকে ইনভিটেশন টু টেন্ডার কিনতে হবে।’

কিন্তু কোন শহরের প্রতিনিধিত্ব নয়া ফ্র্যাঞ্চাইজি? সূত্রের খবর, নয়া ফ্র্যাঞ্চাইজিগুলির ডেরা হতে পারে আমদাবাদ, লখনউ এবং পুণে। সেইসঙ্গে আরও কয়েকটি শহরের নাম আলোচনায় উঠে এসেছে। তবে বেশি ধারণক্ষমতার জন্য আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং লখনউয়ের একানা স্টেডিয়ামের দিকে বেশি ঝোঁক আছে বিভিন্ন সংস্থাগুলির। সূত্রে খবর, নয়া ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে আছে আদানি গ্রুপ, আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, টরেন্টের মতো সংস্থা। আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ আগেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল। তারইমধ্যে নয়া দল কেনার ক্ষেত্রে এক প্রখ্যাত ব্যাঙ্কারের নামও উঠে আসছে। –হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande