নিউমোনিয়ায় শিশু মৃত্যুর হার কমাতে নিউমোকক্কাল ভ্যাকসিন শুরু অক্টোবরে
মালদা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর হার কমাতে নিউমোকক্কাল ভ্যাকসি

মালদা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর হার কমাতে নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে শূন্য থেকে এক বছর বয়সি শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হবে। আগামী অক্টোবর মাস থেকেই গোটা দেশের সঙ্গে মালদা জেলায় শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হবে। নতুন এই ভ্যাকসিন নিয়ে মালদা জেলার স্বাস্থ্য দফতরের তরফে ব্লক স্তরের স্বাস্থ্যকর্তা ও নার্সদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি বেসরকারি লজে এই প্রশিক্ষণ শিবির হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায়, ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) অমিতাভ মণ্ডল সহ জেলার অন্য স্বাস্থ্যকর্তারা।

বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। ব্লক স্তরের নার্স ও চিকিৎসকদের প্রশিক্ষণের পর জেলা স্বাস্থ্য দফতরে মালদা জেলার ৫১১ জন স্বাস্থ্যকর্মী ও দুই হাজার আশাকর্মীদের এই ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande