বৃষ্টি থেমেছে কলকাতা-সহ সংলগ্ন জেলায়, জমে থাকা জলে ভোগান্তি
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির দুর্ভোগ থেকে অবশেষে স্বস্তি পাওয়া গেল। বুধবার সকাল থেকে কলকাত
বৃষ্টি থেমেছে কলকাতা-সহ সংলগ্ন জেলায়


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির দুর্ভোগ থেকে অবশেষে স্বস্তি পাওয়া গেল। বুধবার সকাল থেকে কলকাতা-সহ লাগোয়া জেলার আকাশ মেঘাছন্ন থাকলেও, বর্ষণ থেমেছে। এদিন থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, গত কয়েকদিনের বৃষ্টিতে কলকাতা ও বিভিন্ন জেলার যে সমস্ত এলাকায় জলে জমে গিয়েছে, দুর্ভোগের মধ্যে রয়েছেন সেই সমস্ত এলাকায় বাসিন্দারা।

মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে কলকাতার পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকা। আনাজের জমিতে জল জমে যাওয়ায় মাথায় হাত চাষিদের। এমতাবস্থায় আবহবিদরা জানিয়েছেন, আগামী শুক্র-শনিবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। ক্রমশ তা বাংলা-ওডিশা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে কলকাতার বিভিন্ন প্রান্তে এখনও জল জমে রয়েছে। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাতেও জলযন্ত্রণার মধ্যে রয়েছেন মানুষজন। একনাগাড়ে বৃষ্টিতে জলের তলায় হাওড়ার বিস্তীর্ণ এলাকা। সালকিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, পঞ্চাননতলা, লিলুয়া-সহ বিভিন্ন জায়গায় জমা জলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande