ফের মমতার হয়ে প্রচারে ফিরহাদ, বললেন গণতন্ত্রের নিয়ম মানুষের কাছে যাওয়া
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা আসনের উপ-নির্বাচন। জোরকদমে প্রচ
firhad hakim byte


firhad hakim byte


firhad hakim byte


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা আসনের উপ-নির্বাচন। জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল ও বিজেপি। পিছিয়ে নেই সিপিআই (এম)-ও। মঙ্গলবারের পর বুধবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করলেন পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। বুধবার সকালে পীতাম্বর ঘটক লেনে তিনি প্রচার করেন। ফিরহাদ হাকিম বলেন, "মানুষকে মনে করাতে হবে ৩০ তারিখ ভোট। ওই দিন যেন সবাই ভোট দেন। গণতন্ত্রের নিয়ম হল মানুষের কাছে যাওয়া।"

বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম এদিন আরও বলেছেন, ''আমরা মানুষের দরবারে যাব। মানুষ ভোট দেবে। মানুষ জিতবে। কুৎসা করা গণতন্ত্র নয়। আমার বিরুদ্ধেও কুৎসা করেছিল। কুৎসা মানুষ গ্রহণ করেন না।" অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে প্রচারে করছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও। বিভিন্ন দোকান, গলিতে গলিতে গিয়ে প্রচার সারছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / পায়েল


 rajesh pande