মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যু মামলায় ধৃতদের ৭ দিনের সিবিআই হেফাজত
প্রয়াগরাজ, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যুতে অভিযুক্ত তিনজনকে সাতদিনের হেফাজতে
মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যু মামলায় ধৃতদের ৭ দিনের সিবিআই হেফাজত


প্রয়াগরাজ, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যুতে অভিযুক্ত তিনজনকে সাতদিনের হেফাজতে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন(সিবিআই)এর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে সিজেএম আদালতের বিচারক হরেন্দ্র নাথ সিবিআইয়ের আবেদনে এই সিদ্ধান্ত দেন। তিন অভিযুক্তকে ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ৪ অক্টোবর বিকেল ৫ টা পর্যন্ত সিবিআই হেফাজত মঞ্জুর করা হয়েছে।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান তদন্তকারী কর্মকর্তা কেএস নেগি রবিবার সন্ধ্যায় দশ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিলেন। সোমবার বিকেলে সিজেএম আদালতে সিবিআইয়ের পক্ষে হস্তক্ষেপ আবেদনের শুনানি হয়। মামলায় গ্রেফতার হওয়া মহন্ত আনন্দ গিরি সহ তিন অভিযুক্তর আইনজীবী বিজয় দ্বিবেদী এবং সুধীর শ্রীবাস্তব প্রতিবাদ জানান। সিবিআই ও পুলিশের পক্ষ থেকে আইনজীবীদের আবেদন শোনার পর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালত সিবিআইকে তিন অভিযুক্তর কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রনিক্স সামগ্রীগুলি তদন্ত করার এবং বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করার অনুমতি দেয়। সিবিআই মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যুর প্রধান অভিযুক্ত, স্বামী আনন্দ গিরি, বড় হনুমান মন্দিরের পুরোহিত আদ্যা তিওয়ারি এবং পুরোহিতের ছেলে সন্দীপ তিওয়ারিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। সেই সঙ্গে এই মামলা সম্পর্কিত কিছু প্রমাণ সংগ্রহ করবে।

মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যুর পর তিনজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে, সেখান থেকে আদালত তিনজনকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। সাধু -সন্তদের দাবিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুপারিশের পর মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। রবিবার এবং সোমবার, সিবিআই এবং সিএফএসএল -এর ফরেনসিক বিশেষজ্ঞ দলের সঙ্গে অপরাধের দৃশ্য পুনর্গঠন এবং পুরো মঠের ছবি ও ভিডিওগ্রাফি করা হয়।

হিন্দুস্থান সমাচার/ কাকলি


 rajesh pande