ভারত থেকে সরাসরি বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল কানাডা
টরন্টো, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : সোমবার থেকে ভারত থেকে সরাসরি বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল কানা
ভারত থেকে সরাসরি বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল কানাডা


টরন্টো, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : সোমবার থেকে ভারত থেকে সরাসরি বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল কানাডা। দীর্ঘ পাঁচ মাস ধরে বহাল ছিল নিষেধাজ্ঞা ।

গত ২৩ মার্চ থেকে কানাডাগামী যাবতীয় বিমান পরিষেবার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে সে দেশের প্রশাসন। গত শনিবার, কানাডার পরিবহণ দফতর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে টুইটে জানায়, “২৭ সেপ্টেম্বর থেকে ভারত-কানাডার বিমান চলাচলে কোনও বাধা আর থাকছে না। কিন্তু জনস্বাস্থ বিষয়ক যাবতীয় বিধি-নিষেধ মেনে চলতে হবে।” অন্তত ১৮ ঘণ্টা আগে দিল্লির বিশেষ পরীক্ষাগার থেকে করোনা পরীক্ষার নেগেটিভ শংসাপত্র দেখান বাধ্যতামূলক বলে জানিয়েছে সে দেশের পরিবহণ দফতরের কর্তৃপক্ষ। পাশাপাশি বিমানের কর্মীরা যাচাই করে দেখবেন আদৌ সেই যাত্রী কানাডাতে প্রবেশ করার ক্ষেত্রে যোগ্য কিনা। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande