"দেশকে সর্বদা সবার আগে রাখুন", বার্তা ধনকরের
কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের


কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

মঙ্গলবার তিনি টুইটে লেখেন, “সর্বশ্রেষ্ঠ বিপ্লবীদের একজন, স্বাধীনতা সংগ্রামী, শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা। স্বাধীনতার জন্য তাঁর চূড়ান্ত আত্মত্যাগ লক্ষ লক্ষ মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে উজ্জীবিত এবং অনুপ্রাণিত করে চলেছে। দেশকে সর্বদা সর্বপ্রথমে রাখুন।“

প্রসঙ্গত, ১৯২৬ সালের অক্টোবর মাসের নবরাত্রিতে লাহোরে বোমা বিস্ফোরন হয়। ভগৎ সিংকে এই বোমা বিস্ফোরণে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পাঁচ সপ্তাহ পর তাঁকে ৬০০০০ টাকা জামিন নিয়ে মুক্তি দেওয়া হয়। তিনি অমৃতসর থেকে উর্দু ও পাঞ্জাব পত্রিকার সম্পাদনা করেন। ১৯২৮ সালের অক্টোবর মাসে 'কৃতি কিষান পার্টি'-র একই পতাকাতলে সমগ্র ভারতের বিভিন্ন বিপ্লবী নেতারা একটি সভায় মিলিত হয়। ভগৎ সিং ওই সভার সম্পাদক ছিলেন। পরবর্তীতে তাঁর বৈপ্লবিক কর্মকাণ্ডদের জন্য তাঁকে সমিতির নেতা বানানো হয়।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande