নিম্নমুখী করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ১৮ হাজার ৭৯৫ জন
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বড়সড় স্বস্তি দিয়ে দেশের করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী। দেশের
নিম্নমুখী করোনা গ্রাফ


নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বড়সড় স্বস্তি দিয়ে দেশের করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী। দেশের দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। একদিনে করোনার বলি ১৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩০ জন।

স্বাস্থ্যমহলে স্বস্তি দিয়ে মঙ্গলবার বেশ কয়েকধাপ নেমে গেল করোনা গ্রাফ। সোমবারও দৈনিক সংক্রমণ ছিল ২৬ হাজারের বেশি। কিন্তু এদিন দিনের শুরুতে দেখা গেল, ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৫ তে। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। সোমবার যা ছিল ২৭৬, মঙ্গলবার সেই সংখ্যা দাঁড়াল ১৭৯এ। এ নিয়ে দেশে মোট করোনার বলি ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জন। কমেছে অ্যাকটিভ কেসও। তিন লক্ষের চেয়ে তা অনেকটা কমে এখন দাঁড়িয়েছে ২ লক্ষ ৯২ হাজারের সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় টিকাকরণেও প্রায় রেকর্ড গড়ে ফেলেছে দেশ।তবে কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মিজোরামের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande