বুধবার বোধন শোভাবাজার রাজবাড়ির পুজোর, এবারেও নেই প্রবেশাধিকার
কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার বোধন শোভাবাজার রাজবাড়ির পুজোর। তবে গত বছরের মত এবারেও নেই প
বুধবার বোধন শোভাবাজার রাজবাড়ির পুজোর, এবারেও নেই প্রবেশাধিকার


কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার বোধন শোভাবাজার রাজবাড়ির পুজোর। তবে গত বছরের মত এবারেও নেই পুজো দেখার প্রবেশাধিকার।

সামাজিক মাধ্যমে মঙ্গলবার রাজবাড়ির তরফে জানানো হয়েছে, “বুধবার, ১২ই আশ্বিন (ইং ২৯শে সেপ্টেম্বর) বুধবার অপরাহ্ন ৪।৩৫ মিঃ গতে ৫।২৪ মিঃ এর মধ্যে কৃষ্ণানবম্যাদি কল্পারম্ভ ও বোধন ।। পূজার বিশেষ মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হবে।“

গত বছর থেকেই রাজবাড়ির পুজো দেখার অনুমতি মিলছে না আপামর সাধারণ মানুষের। তার মূল কারণ হল করোনা ভাইরাস। আর এবছরও তার অন্যথা হল না, রাজবাড়ির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবছরও কোনও সাধারণ মানুষকে শোভাবাজার রাজবাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। এবারও পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। করোনার সংক্রমণকে রুখতে রাজবাড়ির এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন নেট নাগরিকরা। ১৭৫৭ সালে রাজবাড়ির পুজো শুরু করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব। বলা যেতে পারে কলকাতায় প্রথম মহাসমারহে দুর্গোৎসব শুরু করেছিলেন নবকৃষ্ণ। হাজার হাজার টাকা খরচ করে রাজবাড়িতে বসিয়েছিলেন মজলিস। তবে পুজোর নিয়মনিষ্ঠায় কোন খামতি ছিলনা নবকৃষ্ণ দেবের। ভিয়েন বসিয়ে আজও হরেক রকম মিষ্টি তৈরি করা হয় রাজবাড়িতে। পরিবারের বর্তমান সদস্যরা প্রাচীন রীতিনীতি মেনেই পুজো করে আসছেন।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande