গড়ে ৮-লক্ষ দৈনিক সংক্ৰমণ আমেরিকায়, করোনায় মৃত্যু আরও ২,২৮৩ জনের
ওয়াশিংটন, ১৩ জানুয়ারি (হি.স.): দৈনিক কোভিড-সংক্রমণে রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে আমেরিকা। কোভিড-পরিস্থ
গড়ে ৮-লক্ষ দৈনিক সংক্ৰমণ আমেরিকায়


ওয়াশিংটন, ১৩ জানুয়ারি (হি.স.): দৈনিক কোভিড-সংক্রমণে রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে আমেরিকা। কোভিড-পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, মার্কিন মুলুকে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ২৯ হাজার ২০৯ জন, নতুন করে ৮.২৯-লক্ষাধিক মানুষ সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৬৪,৩৫৯,৪০৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২,২৮৩ জনের, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন করে ২,২৮৩ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৬৬ হাজার ৮৯১ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২,৮০৫,০৯০ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২০,৬৮৭,৪২৮-এ পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande