আগের তুলনায় সুস্থ লতা মঙ্গেশকর, সুর সম্রাজ্ঞী এখনও আইসিইউ-তেই
মুম্বই, ১৩ জানুয়ারি (হি.স.): আগের তুলনায় কিছুটা সুস্থ হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে, এখনও আ
আগের তুলনায় সুস্থ লতা মঙ্গেশকর


মুম্বই, ১৩ জানুয়ারি (হি.স.): আগের তুলনায় কিছুটা সুস্থ হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে, এখনও আইসিইউ-তেই রয়েছেন কোংবদন্তি গায়িকা। চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। বৃহস্পতিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক (যিনি লতা মঙ্গেশকরের চিকিৎসা করছেন) ডাঃ প্রতীত সামদানি জানিয়েছেন, "লতা মঙ্গেশকর এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে।"

গত মঙ্গলবারই জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরই লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। কোভিডের মৃদু উপসর্গ ছিল তাঁর শরীরে। তবে তিনি ভালোই আছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। কোভিড ছাড়াও নিউমোনিয়ায় অসুস্থ তিনি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande