মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে আস্থার ডুব দিলেন পুণ্যার্থীরা
কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। শুক্
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে আস্থার ডুব দিলেন পুণ্যার্থীরা


কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। শুক্রবার মকর সংক্রান্তিতে সাগরের জলে পুণ্যস্নান সারছেন সকলে। কিংবদন্তি গঙ্গাসাগর মন্দিরে মানুষ বিশ্বাসে ডুব দিলেন। প্রতি বছর সারা দেশ ও বিশ্বের লাখ লাখ মানুষ মকর সংক্রান্তিতে বিশ্বাসে ডুব দিতে আসেন।

এবারও শুক্রবার সাগর উপকূলে আস্থার স্নান করেছেন মানুষ। সকাল থেকেই গঙ্গাসাগরে আস্থাভাজন মানুষ। আরও বলা হয় 'সব তীর্থ বার বার, গঙ্গা সাগর এক বার'।

এমনটা বিশ্বাস করা হয় যে সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে ১০টি অশ্বমেধ যজ্ঞ ও হাজার গাভী দান করার ফল পাওয়া যায় এবং সে কারণেই উত্তরায়ণের দিন দেশ-বিদেশ থেকে লাখ লাখ সনাতনী মানুষ এখানে আসেন।

এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের স্নানের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রতীরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী ই- স্নানের কাউন্টার। এই কাউন্টার থেকেই পুণ্যার্থীরা পবিত্র গঙ্গা জল নিয়ে বিশ্বাসের সঙ্গে পুণ্যস্নান করতে পারবেন। গঙ্গাসাগরে বিভিন্ন প্রান্তে রাখা হয়েছে ড্রোনের মাধ্যমে স্নানের ব্যবস্থা।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande