৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স) : আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। এবার দুই দফায়
৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স) : আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। এবার দুই দফায় সংসদের আসন্ন বাজেট অধিবেশন হতে চলেছে। প্রথম পর্বের অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। সূত্রের খবর, সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে।

চলতি ২০২২-২৩ অর্থবর্ষে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন। ওইদিন সংসদের অধিবেশনের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু করবেন। এদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারিতে ২০২২-২৩ আর্থিক বছরের জন্য পূর্ণ-বছরের বাজেট পেশ করবেন।

এক মাসব্যাপী অবকাশের পর অধিবেশনের দ্বিতীয় অংশটি ১৪ মার্চ থেকে শুরু হবে এবং ৮ এপ্রিল শেষ হবে।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande