দেশের বিভিন্ন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দেশের বিভিন্ন স্থানে পালিত ফসল
দেশের বিভিন্ন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দেশের বিভিন্ন স্থানে পালিত ফসল কাটা এবং সূর্যের উত্তরমুখী যাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন উত্সব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

লোকেরা ভারত জুড়ে বিভিন্ন উত্সবকে চিহ্নিত করছে যা দেশের প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যকে নির্দেশ করে, তিনি তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।

"পোঙ্গল হল তামিলনাড়ুর প্রাণবন্ত সংস্কৃতির সমার্থক। এই বিশেষ উপলক্ষ্যে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সকলকে এবং বিশেষ করে তামিল জনগণকে আমার শুভেচ্ছা। আমি প্রার্থনা করি যে প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধন এবং আমাদের সমাজে ভ্রাতৃত্বের চেতনা আরও গভীর হয়, "মোদী এদিন টুইটারে বলেন।

"আপনাদের সবাইকে মাঘ বিহুর শুভেচ্ছা। আমি প্রার্থনা করি যে এই উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়ায়। সবাইকে ভোগীর শুভেচ্ছা। এই বিশেষ উৎসবটি আমাদের সমাজে সুখের চেতনাকে সমৃদ্ধ করুক। আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।" আমাদের সহ নাগরিক,” তিনি যোগ করেছেন। এমনকি প্রধানমন্ত্রী মকর সংক্রান্তি এবং উত্তরায়ণের শুভেচ্ছাও জানান।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande