বিনা প্র্যাক্টিসেই শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান
কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : কোভিড আবহের মধ্যেই আগামীকাল শনিবার আইএসএল-র ম্যাচে এটিকে মোহনবাগান মুখো
বিনা প্র্যাক্টিসেই শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান


কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : কোভিড আবহের মধ্যেই আগামীকাল শনিবার আইএসএল-র ম্যাচে এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। মোহনবাগান টিমের একাধিক খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ায় গত শনিবার তাদের সঙ্গে ওড়িশা এফসি-র ম্যাচটি বাতিল হয়ে গিয়েছিল। তার পর থেকে মোহনবাগানের ফুটবলাররা ছিলেন নিভৃতাবাসে। তাদের কোনও প্র্যাক্টিস হয়নি। শুক্রবারও ম্যাচের আগের দিন প্র্যাক্টিস করার সুযোগ পায়নি মোহনবাগান। তাদের প্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরুর অবস্থাও একই রকম। তারাও প্র্যাক্টিস ছাড়াই শনিবার মারগাওয়ের জহওরলাল নেহরু স্টেডিয়ামে মাঠে নামবে। শুক্রবার তাদের সাংবাদিক সম্মেলনও করতে দেয়নি আইএসএল কর্তৃপক্ষ। তবে আই এস এল মিডিয়াতে জানিয়ে দেওয়া হয়েছে ম্যাচ হবে।

নয় ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট এখন ১৫। এগারো ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্ট ১৩। এবারের লিগের প্রথম দিকে বেঙ্গালুরু খুবই খারাপ খেলছিল। তবে এখন তারা অনেকটা গুছিয়ে নিয়েছে। গত পাঁচটি ম্যাচে তারা অপরাজিত। তাদের হয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং কঙ্গোর স্ট্রাইকার প্রিন্স আইবারা পরের পর ম্যাচে গোল করায় বেঙ্গালুরু অনেকগুলো পয়েন্ট পেয়ে গেছে। মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দো টিমটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁর টিমও গত পাঁচটা ম্যাচে অপরাজিত। তবে শনিবার তিনি পাবেন না তাঁর মিডফিল্ডার হুগো বুমোকে। এবারের লিগে বুমো পাঁচটা গোল করেছেন। সঙ্গে তিনটে আ্যাসিস্টও আছে। শেষ ম্যাচে হায়দরাবাদ এফ সি-র সঙ্গে ম্যাচ ড্র রাখতে হয় মোহনবাগানকে। তবে শুধু হুগো বুমোই নয় মোহনবাগানের হয়ে নিয়মিত গোল করছেন লেফট উইঙ্গার লিস্টন কোলাসো। নয় নয় করে পাঁচটি গোল করা হয়ে গেছে এই গোয়ান ফুটবলার।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande