আফগানিস্তানের আটকে দেওয়া সম্পদ মুক্ত করার আহ্বান, রাষ্ট্রসংঘের মহাসচিবের
নিউইয়র্ক, ১৪ জানুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক সম্প্রদায়কে রাষ্ট্রসংঘের ৫ বিলিয়ন ডলারের মানবিক তহবিল
আফগানিস্তানের আটকে দেওয়া সম্পদ মুক্ত করার আহ্বান, রাষ্ট্রসংঘের মহাসচিবের


নিউইয়র্ক, ১৪ জানুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক সম্প্রদায়কে রাষ্ট্রসংঘের ৫ বিলিয়ন ডলারের মানবিক তহবিলের জন্য অর্থায়ন, আফগানিস্তানের আটকে দেওয়া সম্পদ মুক্ত করা এবং অর্থনৈতিক ও সামাজিক পতন এড়াতে তার ব্যাংকিং ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ।

২০ বছর পর মার্কিন ও ন্যাটো সৈন্যদের বিশৃঙ্খল প্রস্থানের মধ্যে আগস্টের মাঝামাঝি সময়ে তালেবানরা ক্ষমতা দখল করে। ফলে দেশটির সহায়তানির্ভর অর্থনীতি ইতিমধ্যে বিপর্যস্ত অবস্থায় চলে গেছে।

তালেবানরা ক্ষমতা দখলের পর বিভিন্ন দেশ আফগানিস্তানের সম্পদ ফ্রিজ করে দেয়, অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেয় এবং তালেবানের সঙ্গে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে।

রাষ্ট্রসংঘ বলেছে, প্রায় ৯০ লাখ আফগান অনাহারের দ্বারপ্রান্তে। আফগান অর্থনীতিতে দ্রুত তারল্য প্রবেশ করান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেক্রেটারি জেনারেল বলেন, যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ বিশ্বের বেশিরভাগ আর্থিক ব্যবস্থা ডলারে কাজ করে। আমেরিকা আফগান বৈদেশিক মজুদের ৭ বিলিয়ন ডলার ফ্রিজ করে দিয়েছে।

রাষ্ট্রসংঘ প্রধান বলেন, আন্তর্জাতিক অর্থায়নে চিকিৎসক, স্যানিটেশন কর্মী, বৈদ্যুতিক প্রকৌশলী এবং অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন প্রদানের পাশাপাশি আফগান প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানে সহায়তা করতে হবে।–হিন্দুস্থান সমাচার /কাকলি


 rajesh pande