পশ্চিমবঙ্গে একদিনে ২২,৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : করোনা আতঙ্কে নাজেহাল রাজ্যবাসী । প্রতিনিয়ত আতঙ্ক দিচ্ছে অদৃশ্য এই ভ


করোনা আপডেট _1

কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : করোনা আতঙ্কে নাজেহাল রাজ্যবাসী । প্রতিনিয়ত আতঙ্ক দিচ্ছে অদৃশ্য এই ভাইরাস । একদিনে রাজ্যের ২২,৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা। শুক্রবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, একদিনে রাজ্যের ২২,৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা।আক্রান্তদের মধ্যে ৬,৬৮৭ জন কলকাতার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা । একদিনে আক্রান্ত সেখানকার ৪,০১৮ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি। সব মিলিয়ে আক্রান্তর সংখ্যা বেড়ে ১৮,৬৩,৬৯৭ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ২৮ জনের । যার ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,০১৩ । করোনাকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ০৮,৬৮৭ । যার ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে ১৬,৯৮,২০১ ।

হিন্দুস্থান সমাচার/ পায়েল


 rajesh pande