করোনা সচেতনতায় প্রচার পুলিশের
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.): গত কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । কিন্তু তবুও
করোনা সচেতনতায় প্রচার পুলিশের


কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.): গত কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । কিন্তু তবুও বহু মানুষের মধ্যে এখনও রয়েছে সচেতনতার অভাব । এই পরিস্থিতির মাঝেই শুক্রবার করোনা সচেতনতায় প্রচার কলকাতা পুলিশের ।

করোনা কালে সাধারণ মানুষকে সচেতন করতে তৎপর কলকাতা পুলিশ । গত কয়েকদিন ধরেই শহরজুড়ে আতঙ্ক দিচ্ছে আক্রান্তের সংখ্যা । তবে, শহরবাসীর সেবায়রত কলকাতা পুলিশ । প্রতিদিনের মত বুধবারও সংক্রমণ এড়াতে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সচেতন করছে কলকাতা পুলিশের । করোনা পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা । কিন্তু বিভিন্ন সময়ে শহরের বাজারগুলোর দিকে তাকালে লক্ষ্য করা যায় দূরত্ব বিধি শিকেয় তুলে সেখানে চলছে বাজার দোকান । তবে, শহরবাসীকে সচেতন করতে সর্বদা সজাগ কলকাতা পুলিশ । আর তাই এদিন ধর্মতলায় মাইকে প্রচার করে শহরবাসীকে মাস্ক পরার জন্য দূরত্ব বজায় রাখার জন্য আবেদন কলকাতা পুলিশের ।

হিন্দুস্থান সমাচার / পায়েল


 rajesh pande