আমরা আগেই বলেছি এই সময় নির্বাচন করাটা ঠিক হবে না : সুকান্ত মজুমদার
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.): একেই করোনা আতঙ্কে নাকাল নগরবাসী । যার জেরে বর্তমানে রাজ্য জুড়ে চলছে
আমরা আগেই বলেছি এই সময় নির্বাচন করাটা ঠিক হবে না : সুকান্ত মজুমদার


কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.): একেই করোনা আতঙ্কে নাকাল নগরবাসী । যার জেরে বর্তমানে রাজ্য জুড়ে চলছে বিধিনিষেধ । এরই মাঝে নির্বাচন । যা নিয়ে শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে একহাত নেন । তিনি বলেন, ''আমরা আগেই বলেছি এই সময় নির্বাচন করাটা ঠিক হবে না'' ।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুকান্ত মজুমদার । হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সুকান্ত মজুমদার বলেন, ''সকলের শুভ কামনায় ভাল আছি । শারীরিক সমস্যা সেভাবে নেই । দুর্বলতা কিছু রয়েছে । আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে । চিকিৎসক বলেছেন, কম করে যেন আরও দুদিন বিশ্রামে থাকি । তারপর সব ঠিক হয়ে যাবে । আসলে যবে থেকে উপসর্গ শুরু হয় তার দশ দিনের পর্যন্ত বিশ্রামে থাকা দরকার ''।

এরপরেই তৃণমূলকে একহাত নিয়ে সুকান্ত মজুমদার আরও বলেন, ''আমরা আগেই বলেছি এই সময় নির্বাচন করাটা ঠিক হবে না । কোর্টের মনে হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে আরও কড়া নির্দেশ দেওয়া দরকার । কিন্তু ফের কমিশনের ঘাড়ে ফেলে দিল । শুধু পাসিং দ্য গেম হচ্ছে ''।

হিন্দুস্থান সমাচার / পায়েল


 rajesh pande