দু'টি আসন বরাদ্দ করেছিলাম, আজাদই জোটে থাকতে নারাজ : অখিলেশ যাদব
লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা চলছে এখন কংগ্রেসে। সমাজবাদী পার্টির সঙ্গে জ
অখিলেশ যাদব


লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা চলছে এখন কংগ্রেসে। সমাজবাদী পার্টির সঙ্গে জোটে থাকতে ইচ্ছুক নন বলে ইতিমধ্যেই জানিয়েছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বললেন, আজাদই জোটে থাকতে নারাজ। তাঁকে দু'টি আসন বরাদ্দ করা হয়েছিল। শনিবার চন্দ্রশেখর আজাদ বলেন, ১ মাস ৩ দিন জোটের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু জোট হল না। এদিন সকালে সাংবাদিক সম্মেলনে চন্দ্রশেখর আজাদ বলেছেন, বিগত ৬ মাসে অখিলেশ যাদবের সঙ্গে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। ইতিবাচক কথাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমি অনুভব করেছি, অখিলেশ যাদবের দলিতদের কোনও প্রয়োজন নেই। তিনি এই জোটে দলিত নেতাদের চান না। তিনি চান দলিতরা তাঁকে শুধু ভোট দিক।

চন্দ্রশেখর আরও বলেন, সমস্ত আলোচনার পর, শেষ পর্যন্ত আমি অনুভব করেছি অখিলেশ যাদব এই জোটে দলিতদের চান না, তিনি শুধুমাত্র দলিতদের ভোটব্যাঙ্ক চান। চন্দ্রশেখরের এই মন্তব্যের প্রেক্ষিতে এদিন সপা প্রধান অখিলেশ বলেন, "তাঁকে দু'টি আসন বরাদ্দ করেছিলাম, কিন্তু তিনি কোথাও থেকে ফোন পাওয়ার পর জোট প্রত্যাখ্যান করেন।"

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande